আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ১২

Syrian civilians walk past government soldiers as they evacuate from the town of Jisreen in the southern Eastern Ghouta, on the eastern outskirts of the capital Damascus, on March 17, 2018. / AFP PHOTO / STRINGER

আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায়  ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

কাবুলে মন্ত্রণালয়ের এক বিল্ডিংয়ের প্রবেশে পথে এ হামলা চালানো হয় বলে সরকারের মুখপাত্রের বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ সোমবার জানান, রাজধানী কাবুলের পশ্চিমে অবস্থিত গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় বিল্ডিংয়ের প্রবেশ পথে ওই আত্মঘাতি বোমা হামলা চালানো হয়।

ওই মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আক্রান্তদের তালিকায় নারী ও শিশুসহ মন্ত্রণালয়ের কর্মচারীরাও রয়েছেন।

তবে এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেননি।

আরজেড/