আফগানিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৭

আফগানিস্তানে জঙ্গিদের চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ১৫ জন। খবর রয়টার্সর।

রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় দেশটির পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের কাছে এ বোমা হামলার ঘটনা ঘটে।

আফগানিস্তানের পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র ফ্রেইজন্ড আঝান্ড বলেন, আচমকা এক লোক এসে আমাদের মন্ত্রণালয়ের দরোজার সামনে আত্মঘাতি বিস্ফোরণ ঘটায়।

তিনি আরও বলেন, এখানে মন্ত্রণালয়ের কর্মরত ব্যক্তিরা হামলার টার্গেটে ছিলো।

কাবুল পুলিশের মুখপাত্র হাসমত বলেন, বেসামরিক লোক ছাড়াও নিরাপত্তা বাহিনীর লোক হামলায় নিহত হয়েছেন। এছাড়াও এক বিদেশী উপদেষ্টার গাড়ি হামলায় বিস্ফোরিত হয়ে যায়।

আজকের বাজার/একেএ