আফগানিস্তানের একটি বিমানবন্দরে আত্মঘাতি বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। খবর বিবিসির।
রোববার (২২ জুলাই) বিকেলে দেশটির রাজধানী কাবুলের বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
আফগানিস্তানের স্বেচ্ছানির্বাসিত উপ-রাষ্ট্রপতি আবদুল রাশিদ ডোস্টাম দেশে ফেরার পরপর এ ঘটনা ঘটে।
ডোস্তাম বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ডোস্তামকে স্বাগত জানাতে তার সমর্থকরা বিমানবন্দরে হাজির হয়েছিলেন। এক নারীকে হত্যা ও ধর্ষণের আদেশ দেয়ার অভিযোগ আনার পর ডোস্টাম তুরস্কে চলে যান।
পুলিশ জানিয়েছে, হামলাকারী পায়ে হেঁটে বিমানবন্দরে এসে বিস্ফোরণ ঘটান।
আজকের বাজার/একেএ