আফগানিস্তানের রাজধানী কাবুলের নিকটে একটি রেসলিং প্রশিক্ষণ কেন্দ্রে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর ইউএনবি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ড্যানিশ বলেন, একজন আত্মঘাতি প্রথমে প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত আনার পর গাড়ি চালিয়ে এসে আবারো হামলা চালায়।
আফগান সাংবাদিক ফেডারেশনের সিনিয়র সদস্য সিদ্দিকউল্লাহ তাওহিদি জানান, এ ঘটনায় টোলো টিভির একজন রিপোর্টার ও একজন ক্যামরাম্যানও নিহতের পাশাপাশি অনেক সাংবাদিক আহত হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে এর আগে কাবুলের এই দাস্ত-ই-বার্চি এলাকায় একই ধরনের হামলা চালিয়েছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
কাবুল পুলিশ প্রধান জেনারেল দাউদ আমিন বলেন, গাড়ি বোমা হামলার ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাধগিস প্রদেশ রাস্তার পাশের একটি বোমা হামলায় জেলা পুলিশ প্রধানসহ দুজন নিহত হয়েছে।
এ ঘটনায়ও কোনো পক্ষ দায় স্বীকার না করলেও রাজ্য সরকারের মুখপাত্র জামসিদ শাহবি বলেন, তালেবান এ হামলা করতে পারে। কারণ এ অঞ্চলে তালেবানরা প্রায়ই সরকারি কর্মকর্তাকে তাদের হামলার লক্ষ্যবস্তু করছে।
২০১৪ সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে নিজেদের গুঁটিয়ে নেয়ার পর থেকেই আইএস ও তালেবানকে মোকাবেলায় হিমশিম থাচ্ছে আফগানিস্তান।
আজকের বাজার/এমএইচ