সোমবার তালিবান আত্মঘাতী বোমা হামলাকারী দক্ষিণ আফগানিস্তানের একটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরক বোঝাই একটি বাহনের বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় কমপক্ষে ৯জন সৈন্য নিহত এবং অনেক মানুষ আহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন হেলমান্দ প্রদেশের নাদ-আলি অঞ্চল যেখানে তালিবানদের আধিপত্য বেশী, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আফগান ন্যাশনাল আর্মির স্থাপনা ধ্বংস হয়ে গেছে। ঐ অঞ্চলের প্রধান বারালি নাযারি জানান, উদ্ধার কর্মীরা ধ্বংস স্তূপের নিচে থেকে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা করছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তালিবান এই হামলার দায় স্বীকার করেছে এবং বলেছে তারা নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্যকে হত্যা করেছে এবং সামরিক যানবাহন ধংস করেছে।খবর ভিওএ।
আজকের বাজার/লুৎফর রহমান