আফগানিস্তানে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৮

আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ৮ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। খবর স্থানীয় সংবাদ সংস্থা টোলা’র।

টোলা’র খবরে বলা হয়, সকাই জেলায় সোমবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৮টায় ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। চিৎকার-আর্তনাদে ভারি হয়ে ওঠে পরিবেশ।

বিস্ফোরণের জায়গার কাছে ছিল পুলিশ চেকপোস্ট। তবে এ পর্যন্ত কোন জঙ্গি সংগঠন ঘটনার দায় স্বীকার করেনি। বিস্ফোরণে নিহত ৮ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আজকের বাজার/একেএ