আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১০ জন নিহত

আফগানিস্তানের এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। খবর আল জাজিরা’র।

মঙ্গলবার (১০ জুলাই) নানগরহার প্রদেশে জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে।

জাজিরা’র খবরে নানগরহার প্রদেশের গভর্নরের মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়, মঙ্গলবারের হামলায় নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর দুই সদস্যও ছিলেন।

কাবুল-ভিত্তিক নিউজ ওয়েবসাইট, টোলো নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে আটজন বেসামরিক নাগরিক।

টোলো নিউজ অনুসারে, হামলায় বেশ কয়েকটি দোকান, গাড়ি ধবংস হয়ে গেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

আজকের বাজার/একেএ