আফগানিস্তানের কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮২ জন।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রহিমি হতাহতদের সংখ্যা নিশ্চিত করেন।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাতে কাবুলের পশ্চিমে সংখ্যালঘু শিয়া মুসলিম অধ্যুষিত এলাকায় একটি কমিউনিটি হলে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।