আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ পুলিশ আহত, হামলাকারী নিহত

আফগানিস্তানে এক হামলাকারী আত্মঘাতী গাড়ি হামলায় চালীয়ে তিন পুলিশ সদস্যকে আহত করেছে। এ ঘটনায় হামলাকারী নিজেও নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে এ অত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে খবরে বলা হয়। খবর সিনহুয়া।

স্থানীয় এক কর্মকর্তা বরাত দিয়ে সিনহুয়া প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় এক হামলাকারী নিহত ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

আজকের বাজার/ এমএইচ