আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরনে নিহত ৭

আবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী শহর কাবুল। বুধবারের ব্যস্ত সকালে গাড়ি বোমা বিস্ফোরণে সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত আরও সাত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই সাধারণ নাগরিক। কাবুলের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিনি বলেন, নর্ধ কাবুল এয়ারপোর্ট ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরের কাছেই এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে।

কাবুলে বিস্ফোরণ নতুন ঘটনা নয়। আগেও এভাবে গাড়িতে ডিটোনেটর লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে দেখা গিয়েছে।

গত সেপ্টেম্বরেই আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবল বিস্ফোরণ ঘটে। একটি হাউন্সিং কমপ্লেক্সের সামনে এই বিস্ফোরণ ঘটে। গাড়িতে রাখা একটি বোমায় আত্মঘাতী এই বিস্ফোরণ হয়েছিল সেবারও। এই গাড়ি বোমা বিস্ফোরণে ১৬জনের মৃত্যু হয়। তালিবানরাই এই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছিল স্থানীয় প্রশাসন।

আজকের বাজার/লুৎফর রহমান