আফগানিস্তানের কান্দাহারে গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা’র।
মঙ্গলবার (২২ মে) দক্ষিণ আফগানের কান্দাহার শহরে নিরাপত্তাচৌকির কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কান্দাহার প্রদেশের গভর্নরের মুখপাত্র দাউদ আহমাদীর জানায়, শহরের প্রধান মার্কেটের সামনে মেকানিকের দোকানের কাছে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, যেহেতু মেকানিকসের দোকান আবাসিক এলাকার কাছে রয়েছে। নিহতরা সবাই বেসামরিক লোক।
আজকের বাজার/একেএ