আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
বুধবার সকালে রাজধানী কাবুল বিমানবন্দরের উত্তরে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছাকাছি এ বিস্ফোরণ ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমী জানান, নিহতরা সবাই বেসামরিক লোক। এই হামলার লক্ষ্য ছিল সরকারী গাড়ি।
২০১৬ সালে পশ্চিমা নাগরিক অপহরণ ও জিম্মি করার অপরাধে আটক উচ্চপর্যায়ের তিন তালেবান বন্দীর মুক্তি দেয়ার ঘোষণা আফগান প্রেসিডেন্ট আশরাফ গণির দেয়ার একদিন পরে এই হামলা চালানো হলো।
বন্দী তিন তালেবান হলেন- আনাস হাক্কানী, তার বড় ভাই উপ-প্রধান তালেবান নেতা ও হাক্কানী নেটওয়ার্কের প্রধান এবং অপর এক তালেবান নেতা।
আজকের বাজার/এমএইচ