আফগানিস্তানে পৃথক জঙ্গি হামলার ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।এ ছাড়া আরও ৭ জন আহত হয়েছেন।
শনিবার আফগানিস্তানের গজনি ও সারি পুল প্রদেশে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে জঙ্গি হামলার এ ঘটনা ঘটে।
সারি পুল প্রদেশে আধা সামরিক বাহিনীর একটি তল্লাশি চৌকি লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। এতে ঘটনাস্থলেই ১১ জন সেনা সদস্য মারা যায়। প্রদেশের গভর্নরের মুখপাত্র জাবি আমানি জানান, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তালেবানের স্থানীয় কমান্ডারসহ তিন জঙ্গি নিহত হয়।
অন্যদিকে, গজনি প্রদেশের পুলিশ চৌকিতেও হামলা চালায় জঙ্গিরা। এ সময় ৪ পুলিশ সদস্য নিহত হয় এবং আহত হয় আরও ৫ জন। এ হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার না করলেও, তালেবানদের দায়ী করেছে আফগান কর্তৃপক্ষ।
আজকের বাজার/আরজেড