আফগানিস্তানে সেনা কনভয়ের কাছে সোমবার তালেবানের ট্রাক বোমা হামলায় আট সৈন্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানায়।
রাজধানী কাবুলের কাছে ওয়ার্দক প্রদেশের সায়েদ আবাদ জেলায় একজন আত্মঘাতি হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্রাকের সাহায্যে এ হামলা চালায়।
তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে তালেবানের দাবি করা এটি সর্বশেষ হামলা।
দ’ুদশকের সংঘাত বন্ধে আলোচনার জন্যে কাবুলের সাথে বসতে তালেবান রাজি হওয়া সত্ত্বেও সম্প্রতি প্রায় প্রতিদিনই আফগান বাহিনী লক্ষ্য করে তারা হামলা চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে তারা প্রত্যন্ত এলাকায় আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে হামলা চালায়। এতে ১১ নিরাপত্তা সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।