আফগানিস্তানে ড্রোন হামলার ফলে ৬ জঙ্গি নিহত হয়েছে ৷ তারা আইএস জঙ্গি ছিল বলে জানা গেছে৷ আফগানিস্তানের পূর্ব নানগড়হার প্রদেশে ঘটনাটি ঘটেছে৷
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নানগড়হার প্রদেশের হাসকা মিনা জেলায় ড্রোনহানাটি হয়৷ ঘটনায় ৬ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। হামলায় আরও ২ জন আহত হয়েছে৷
তবে আইএসের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি৷ ড্রোনহানায় ৬ জনের মৃত্যুর খবরও স্বীকার করা হয়নি৷
আজকের বাজার/আরজেড