দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশে তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলায় সীমান্ত পুলিশের কমপক্ষে সাত সদস্য নিহত হয়েছেন।
কান্দাহারের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আজিজ আহমেদ আজিজি জানান, স্পিন বোলডাক জেলার এ হামলায় আরও চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, হামলার ফলে শুক্রবার দিনের শেষ দিকে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে ১৬ বিদ্রোহী নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এবিষয়ে তালেবান বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। যদিও তারা প্রায় প্রতিদিনই আফগান বাহিনীগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ