আফগানিস্তানে নিরাপত্তা কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ অন্তত ৫৪ জনকে তালিবান কারাগার থেকে মুক্ত করা হয়েছে। খবর ইউএনবি।
মঙ্গলবার দেশটির কর্মকর্তারা জানান, সোমবার গভীর রাতে দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশের একটি তালিবান কারাগারে সেনা অভিযান পরিচালনা করে তাদেরকে উদ্ধার করা হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, প্রদেশটির মুসা কালা এলাকায় ওই তালিবান কারাগারে সেনাবাহিনীর কমান্ডো ইউনিট সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার পর্যন্ত অভিযান চালিয়ে তাদের মুক্ত করে।
তিনি জানান, ৩২জন বেসামরিক, ১৬জন পুলিশ, চারজন সৈনিক এবং দুইজন সেনা চিকিৎসককে আটক করে রেখেছিল তালিবান জঙ্গিরা।
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো ওই এলাকা ঘিরে রেখেছে বলে জানান ওই মুখপাত্র।
এদিকে সেনা অভিযানের ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি তালিবানরা। হেলমান্দ প্রদেশের বেশিরভাগ এলাকাই তালিবানদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে প্রাদেশিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর তাদের হামলা অনেক বেড়েছে।
আজকের বাজার/এমএইচ