আফগানিস্তানে তালেবান হামলায় নিহত ৫০, আহত দুই শতাধিক

আফগানিস্তানের দুটি প্রদেশে পুলিশ বাহিনীর ওপর তালেবানের চালানো হামলায় অন্তত ৫০ জন নিহত এবং আরও ২০০ ব্যক্তি আহত হয়েছে।

১৭ অক্টোবর মঙ্গলবার আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, তালেবান সন্ত্রাসীরা প্রথমে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজে পুলিশের একটি প্রশিক্ষণ শিবিরে গাড়ি বোমা হামলা চালালে অন্তত ৩২ জন নিহত হয়। এতে আরও ২০০ ব্যক্তি আহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, প্রশিক্ষণ শিবিরে ঢুকে অতর্কিত হামলা চালানোর জন্য বহু সন্ত্রাসীকে সুযোগ করে দিতে প্রথমে এক ব্যক্তি সেখানে আত্মঘাতি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। হাসপাতাল কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের মধ্যে নারী, বহু শিক্ষার্থী এবং পুলিশ রয়েছে।

এছাড়া, দক্ষিণাঞ্চলীয় গজনী প্রদেশের আন্দার জেলায় তালেবান সন্ত্রাসীরা একটি থানায় এবং নিরাপত্তা চৌকিতে হামলা চালালে অন্তত ১৫ পুলিশ কর্মী নিহত এবং অপর আরো ১২ জন আহত হয়।

এদিকে, আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পুলিশ প্রধান আব্দুল মালেক ফুলাদ বলেছেন, তালেবান সন্ত্রাসীরা প্রদেশটির শিবখো জেলায় একটি সরকারি স্থাপনায় হামলা চালালে অন্তত তিন নিরাপত্তা কর্মী নিহত হয়।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৭ অক্টোবর ২০১৭