আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের খাজা ঘর জেলার একটি সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার তালেবান জঙ্গিদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ কর্মী নিহত ও আরো ১২ জন আহত হয়েছে। প্রাদেশিক পুলিশ মুখপাত্র আব্দুল খলিল আসির একথা জানান।
ওই কর্মকর্তা জানান, খাজা ঘর জেলার দারওয়াজাকান এলাকায় সামরিক ঘাঁটিতে জঙ্গিদের হামলায় ঘটনাস্থলেই ১১ জন নিহত ও অপর ১২ জন আহত হয়। সেখানে স্থানীয় সময় রাত ১টার দিকে ভয়াবহ এ হামলা চালানো হয়।
তিনি আরো জানান, সেখানে পাল্টা অভিযানে আট জঙ্গিও নিহত হয় এবং অন্য জঙ্গিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ