আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের এক সামরিক ঘাঁটিতে চালানো সন্ত্রাসী হামলায় ৪০ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার মার্কিন-আফগান যৌথ সেনাক্যাম্প শোরাবে এ হামলার ঘটনা ঘটে। খবর সিনহুয়ার।
জঙ্গি গোষ্ঠী তালেবান এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে।
ওই সেনা ঘাঁটিটি দখলে নেয়ার জন্য গত ৪৮ ঘণ্টার মধ্যে তিনবার হামলা চালিয়েছে তালেবানরা।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাওয়াদ জানিয়েছেন, এ ঘটনায় ১০ হামলাকারীও প্রাণ হারিয়েছে।
প্রসঙ্গত, এটিই আফগানিস্তানের সবচেয়ে বড় সেনাঘাঁটি এবং এখানেই অবস্থান করছে মার্কিন সেনারা।
আজকের বাজার/এমএইচ