আফগানিস্তানে তালেবান হামলায় ১০ সেনা নিহত

আফগানিস্তানের এক কর্মকর্তা শনিবার বলেছেন, তালেবানরা দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি জটিল হামলা চালিয়ে কমপক্ষে ১০ জন আফগান সেনাকে হত্যা করে।

প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক জানান, শুক্রবার গভীর রাতে শক্তিশালী বিস্ফোরণটি প্রথমে একটি সেনা চৌকিতে আঘাত করে এবং তারপরে কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধ হয়। হামলায় আরো চার সৈন্য আহতও হয়েছে বলে তিনি জানান।

তালেবান মুখপাত্র ক্বারী ইউসুফ আহমাদি এই হামলার দায় স্বীকার করে বলেছেন, বিদ্রোহীরা অস্ত্র ও গোলাবারুদও জব্দ করেছে। উগ্রপন্থী গোষ্ঠীর হেলমান্দ প্রদেশে, বিশেষত সাংগিন জেলায় যেখানে আক্রমণ হয়েছিল তার শক্ত অবস্থান রয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান