আফগানিস্তানে নির্বাচনের প্রাথমিক ফলাফলে গনির সংখ্যাগরিষ্ঠতা

আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে যাচ্ছেন। রোববার নির্বাচনী কর্মকর্তারা ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট্ নির্বাচনে গনি সংখ্যাগরিষ্ঠ বিজয় পেয়েছেন। তবে, গনির স্পষ্ট বিজয় সত্ত্বেও ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সংকট এখনই কাটছে না। কারণ, শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, তিনি এ ফলাফল চ্যালেঞ্জ করবেন।

নির্বাচন কমিশন বলছে, গনি ভোট পেয়েছেন ৫০.৬৪ শতাংশ এবং আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ শতাংশ। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রার্থীরা এ বিষয়ে অভিযোগ করতে পারবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত ফলাফল ঘোষিত হতে পারে।

আবদুল্লাহ’র কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ফলাফল চ্যালেঞ্জ করবে। গত ১৯ অক্টোবর প্রাথমিক এই ফলাফল ঘোষণার কথা থাকলেও কারিগরীসহ নানা অভিযোগে তা হয়নি। তথ্য-বাসস

আজকের বাজার/আখনূর রহমান