আফগানিস্তানে পৃথক বোমা হামলায় ২০ সেনাসহ নিহত ২৩

আফগানিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তালেবান ও আইএসের হামলায় ২০ সেনাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
শনিবার দেশটির বিভিন্ন সেনাঘাঁটি ও কূটনৈতিক পাড়ায় এসব হামলার ঘটনা ঘটে।

রাজধানী কাবুলে ন্যাটোর সদর দপ্তরের কাছে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে অন্তত দুইজন। আহত হয়েছে আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট-আইএস।

এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দৌলত ওয়াজিরি জানিয়েছেন, ফারাহ প্রদেশে একটি চেকপয়েন্টে তালেবানের হামলায় নিহত হয়েছে ১৮ সেনা। একই দিন হেলমান্দ প্রদেশে অপর একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় দুই সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে।

এছাড়া, একই প্রদেশে অপর এক হামলার ঘটনায় মারা গেছে একজন পুলিশ সদস্য।