রাজধানী কাবুলে ন্যাটোর সদর দপ্তরের কাছে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছে অন্তত দুইজন। আহত হয়েছে আরও সাতজন। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসলামিক স্টেট-আইএস।
এদিকে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রী দৌলত ওয়াজিরি জানিয়েছেন, ফারাহ প্রদেশে একটি চেকপয়েন্টে তালেবানের হামলায় নিহত হয়েছে ১৮ সেনা। একই দিন হেলমান্দ প্রদেশে অপর একটি সেনাঘাঁটিতে তালেবানের হামলায় দুই সেনা নিহত ও অপর একজন আহত হয়েছে।
এছাড়া, একই প্রদেশে অপর এক হামলার ঘটনায় মারা গেছে একজন পুলিশ সদস্য।