আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় দু’টি প্রদেশে পৃথক বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর কমপক্ষে তিন সদস্য ও ১৮ তালেবান জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
আফগানিস্তানের উত্তরাঞ্চল ভিত্তিক সেনা ডিভিশনের জনসংযোগ কর্মকর্তা গুলাম হযরত করিমি বলেন, বাদাখশান প্রদেশের তাশকান ও শাহাদা জেলায় বুধবার রাতে দু’টি সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য ও ১২ তালেবান জঙ্গি নিহত হয়েছে। এ বন্দুকযুদ্ধে আরো দুই আফগান সৈন্য ও ২০ জঙ্গি আহত হয়।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ্ শুজা সিনহুয়াকে বলেন, পার্শ্ববর্তী বাগলান প্রদেশের দুশি জেলায় বুধবার রাতে এক সংঘর্ষে ছয় জঙ্গি নিহত ও আরো নয়জন আহত হয়েছে।
তালেবান জঙ্গিরা দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলে তৎপরতা বাড়ানোর ফলে আফগানিস্তানে সংঘাত বেড়ে গেছে। এক সময় দেশটির উত্তরাঞ্চল শান্তিপূর্ণ ছিল।
আরজেড/