আফগানিস্তানে বরফ ধসে ৬ জনের প্রাণহানি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নূরিস্তান প্রদেশে বরফ ধসে অন্তত ৬জন মারা গেছে। আটকা পড়েছে ৩০ জনেরও বেশি।
সোমবার একজন প্রাদেশিক কর্মকর্তা এ কথা জানান।
প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রধান জমিউল্লাহ হাশেমি বলেছেন, এখনও বরফ পড়ছে। উদ্ধার কাজ চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।