পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে তল্লাশি চৌকিতে বিদ্রোহীদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর কমপক্ষে নয় সদস্য নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র গিলানি ফরহাদ জানান, শনিবার দিনের শেষ দিকে চালানো এ হামলা থেকে শুরু হওয়া বন্দুকযুদ্ধে প্রায় ১০ জন বিদ্রোহী মারা গেছেন। সেই সাথে পাঁচজন আহত হয়েছেন।
তিনি বলেন, ওই এলাকায় সক্রিয় থাকা এবং প্রায়ই নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মীদের লক্ষ্যবস্তু করা তালেবানরা হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের যুদ্ধ মিশন সমাপ্ত ঘোষণার পর থেকেই আফগান বাহিনীকে তালেবান ও ইসলামিক স্টেটের সাথে লড়াইয়ে হিমশিম খেতে হচ্ছে।
আজকের বাজার/এএল