আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সামরিক বিমান হামলায় শিক্ষার্থীসহ ২৫ জন নিহত হয়েছে।
সোমবার দাস্ত-এ-আর্কি জেলার একটি ধর্মীয় স্কুলে জমা হওয়া তালিবানদের লক্ষ্য করে একটি সামরিক হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। সরকারি তথ্যমতে এ ঘটনায় শিক্ষার্থীসহ কমপক্ষে ২৫ জন তালিবান নিহত হয়েছেন।
বিবিসি'র সাক্ষাতকারে এক ডাক্তার জানায়, কমপক্ষে ৫০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। অন্যদিকে দিকে তালিবানদের দাবী তাদের কোন যোদ্ধা ঐ স্থানে উপস্থিত ছিলেন না।
আজকের বাজার/আরজেড