আফগানিস্তানে বিমান হামলায় ৯ জঙ্গি নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে লাগমন প্রদেশে দেশটির বিমান বাহিনীর দুটি পৃথক বিমান হামলায় ৯ তালেবান জঙ্গি নিহত হয়েছেন।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন আফগানিস্তানের বিশেষ বাহিনীর অধিনায়ক।

এক বিবৃতিতে আফগান ন্যাশনাল আর্মি স্পেশাল অপারেশন্স কর্পস জানায়, আলিশিং ও পার্শ্ববর্তী আলিঙ্গার জেলায় জঙ্গিদের গোপন আস্তানার খবর পেয়ে সোমবার দিবাগত গভীর রাতে সেখানে পৃথম দুটি বিমান হামলা চালানো হয়। এসময় অন্তত ৯ তালিবান জঙ্গি নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, জঙ্গিদের মূল উৎপাটন করতে সেনাবাহিনীর বিশেষ বাহিনী এ ধরনের অভিযান আরও পরিচালনা করবে।

প্রসঙ্গত, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের রাজধানী কাবুলের ৯০ কিলোমিটার পূর্বে অবস্থিত লাগমন প্রদেশের কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে। শীতের আগে তালেবান জঙ্গিরা পাহাড়ি অঞ্চলটি দখল করতে ও তাদের অবস্থান দৃঢ় করার চেষ্টা করছে।

এদিকে বিমান হামলা নিয়ে তালেবান জঙ্গি গোষ্ঠী এখনও কোনো মন্তব্য করেনি।

আজকের বাজার / ফজলুর রহমান