আফগানিস্তানে রোববার সরকারি বাহিনীর বোমা হামলায় দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশের শাহজয় জেলায় তালেবান নেতা মোল্লা আবদুল লতিফ নিহত হয়েছে।
আফগান বাহিনী জঙ্গি আস্তানা লক্ষ্য করে বোমা হামলা চালালে তার দুই দেহরক্ষীও প্রাণ হারায়। খবর সিনহুয়া’র।
সোমবার প্রাদেশিক পুলিশ প্রধান মুস্তাফা মায়ার এই কথা জানান।
মোল্লা আবদুল লতিফ ওই জেলার তালেবানের ছায়া প্রধানের পাশাপাশি তালেবানের প্রাদেশিক বন্দীখানার প্রধানেরও দায়িত্ব পালন করতেন।
তবে তালেবান জঙ্গিরা এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি।
আজকের বাজার/এমএইচ