আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত ও অপর দু’জন আহত হয়েছে।
মঙ্গলবার(৫ জুন) প্রাদেশিক গভর্নরের মুখপাত্র একথা জানান। খবর সিনহুয়ার।
মুখপাত্র দাউদ আহমাদি সিনহুয়াকে বলেন, প্রাদেশিক রাজধানী কান্দাহার নগরীর পুলিশ ডিস্ট্রিক ১২-তে সোমবার রাতে এক বিস্ফেরণে এই হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এখন পর্যন্ত সশস্ত্র কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
আরজেড