গত ১৩ সেপ্টেম্বর বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বোমা হামলার ঘটনায় অন্তত ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিস সাংবাদিকদের জানান, রাজধানীর একটি স্টেডিয়ামের কাছে এ হামলা হয়েছে।
হামলার ঘটনার সময় একটি ক্রিকেট ম্যাচ চলছিল স্টেডিয়ামটিতে। হামলার পর খেলা বন্ধ হয়ে যায়।
নিহতদের মধ্যে একজন নিরাপত্তা কর্মী এবং দু'জন বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
উল্লেখ্য, এ বছরের ২৮ এপ্রিল আফগানিস্তানের তালেবান সশস্ত্র গ্রুপ নতুন দফায় আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার পর দেশটিতে হামলার ঘটনা বেড়ে গেছে।
সুত্র : সিআরআই
আজকের বাজার : এমএম / ১৪ সেপ্টেম্বর ২০১৭