আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কমপক্ষে একশ’ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও অনেক আহত হয়েছেন। উদ্ধারকর্মীরা প্রত্যন্ত বিভিন্ন এলাকায় পৌঁছানোর পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পাকিস্তান সীমান্তবর্তী আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯ ।
সরকারি মুখপাত্র বিলাল করিমি এএফপি’কে বলেন, ‘এ ভূমিকম্পে নিহতের সংখ্যা একশ’ ছাড়িয়ে গেছে।’
তিনি বলেন, এতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক লোক আটকা পড়েছে।