আফগানিস্তানে মসজিদে বন্দুকধারীদের গুলিতে ৪ মুসল্লী নিহত

Afghanistan

আফগানিস্তানে একটি মসজিদে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলিতে জামাতে নামাজরত ৪ মুসল্লী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। খবর এপির।

আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশের সুখরদ জেলায় রোববার (২২ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে।

এখনও পর্যন্ত কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি। তাই ঘটনার উদ্দেশ্যও পরিষ্কার নয়। তবে তালেবান ও আইএস জঙ্গীরা এ প্রদেশে সক্রিয়।

রোববার সকালে কাবুল বিমানবন্দরে আরেক বোমা হামলায় মারা যান ২০ জন। অল্পের জন্য রক্ষা পান আফগান ভাইস প্রেসিডেন্ট।

আজকের বাজার/একেএ