আফগানিস্তানের খোস্ত প্রদেশে মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। আজ (শুক্রবার) প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে এ বিস্ফোরণ ঘটে। খবর পার্স টু ডের।
মসজিদটি আফগান সেনাঘাঁটির কাছে অবস্থিত এবং সেখানে আফগান সেনাবাহিনীর দ্বিতীয় রেজিমেন্টের সদস্যরা নামাজে অংশ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেনা সদস্যদের লক্ষ্য করেই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।
খোস্তের গভর্নরের মুখপাত্র তালিব মাঙ্গাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। আফগানিস্তানে সাধারণত তালেবান এ ধরণের হামলা চালিয়ে থাকে।