আফগানিস্তানে মাদক কারখানায় হামলায় ৩০ জন নিহত

জাতিসংঘ আজ বুধবার বলেছে – আফগানিস্তানের মাদক প্রক্রিয়াকরণ কারখানা ব’লে মনে করা হয়ে থাকে যে অঞ্চলকে সেই খানে পরিচালিত এক জঙ্গী বিমান হামলায় ৩০ জনের বেশি মানুষ মারা গিয়েছে – যার মধ্যে ছোটো ছোটো বাচ্চাও ছিলো এবং এটা আইনসম্মত নয়।খবর ভিওএ

হতাহতের এ ঘটনা ঘটে গত মে’ মাসে পশ্চিমাঞ্চলবর্তী ফারাহ এবং পার্শ্ববর্তী নিমরৌয প্রদেশে। যুক্তরাষ্ট্র ওখানে ষাইটটি অবস্থানে বোমা হামলা চালায়- অবস্থান গুলোকে মাদক উৎপাদনকারী কারখানা রুপে চিহ্নিত ক’রে। আফগানিস্তানে জাতিসংঘের তথ্যানূসন্ধানী সহায়তা মিশন U.N. Assistance Mission in Afghanistan(UNAMA) এর সবিস্তারে পরিচালিত এক তথ্য রিপোর্টে একথা জানা গিয়েছে।

আজকের বাজার/লুৎফর রহমান