আফগানিস্তানের জালালাবাদে মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় ইসলামিক স্টেট (আইএস) এর অন্তত চার সদস্য নিহত হয়েছে।
বুধবার দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিৎ করে বলেন, হাসকা মিনা জেলায় আইএস এর একটি আস্তানা লক্ষ্য করে মঙ্গলবার দুপুরে এই হামলা চালানো হয়। এতে আইএস-এর বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে।
এই হামলায় কোনো বেসামরিক লোক বা নিরাপত্তা সদস্য হতাহত হয়নি বলেও উল্লেখ করা হয়।
আজকের বাজার/আরজেড