আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত ১২

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন ড্রোন হামলায় ১২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ১৪ অক্টোবর শনিবার সকালে কুন্দুজ প্রদেশের গুল থাপ এলাকায় মার্কিন বাহিনীর ড্রোন বোমা বর্ষণ করলে ১২ বেসামরিক ব্যক্তি নিহত এবং অপর আরো ছয় জন আহত হয়।

তিন দিন আগে মার্কিন ড্রোন দেশটির পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের চাওকি আবাসিক এলাকায় বোমা বর্ষণ করলে বহু বেসামরিক ব্যক্তি হতাহত হয় বলে দেশটির একজন সংসদ সদস্য জানিয়েছেন।

এর আগে, আমেরিকা এবং আফগানিস্তানের মধ্যে সই হওয়া নিরাপত্তা চুক্তির আওতায় প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যে, দেশটির বিভিন্ন অঞ্চলে আবাসিক এলাকাগুলোতে বিমান হামলা চালাবে না মার্কিন বাহিনী।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার : এমএম / ১৫ অক্টোবর ২০১৭