আফগানিস্তানে মার্কিন নারীসহ ১৮ এনজিও কর্মী আটক

FILE - Afghan women chant slogans during a protest against the ban on university education for women, in Kabul, Afghanistan, Thursday, Dec. 22, 2022. The U.S. has condemned the Taliban for ordering non-governmental groups in Afghanistan to stop employing women, saying the ban will disrupt vital and life-saving assistance to millions. It is the latest blow to female rights and freedoms since the Taliban seized power last year and follows sweeping restrictions on education, employment, clothing and travel. (AP Photo, File)

আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক এনজিও’র ১৮ কর্মীকে আটক করেছে। এদের মধ্যে একজন আমেরিকান নারীও রয়েছে।
খ্রিস্টান মিশনারি কাজ চালানোর অভিযোগে তাদের আটক করা হয়েছে।
শনিবার সরকারি সূত্রে এ কথা জানা গেছে।

দ্য ইন্টারন্যাশনাল এসিসট্যান্স মিশন (আইএএম) নিশ্চিত করে বলেছে, মধ্য আফগানিস্তানের ঘোর প্রদেশে তাদের কার্যালয় থেকে কর্মীদের তুলে রাজধানী কাবুল নিয়ে গেছে।
ওই প্রদেশের সরকারি মুখপাত্র আবদুল ওয়াহিদ হামাস ঘোরি বলেছেন, নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী বেশ কিছুদিন ধরেই তাদের পর্যবেক্ষণ করছিল। যেসকল নথি ও ভিডিও পাওয়া গেছে তাতে দেখা গেছে তারা লোকজনকে খ্রিস্টান ধর্মে যোগ দেয়ার আমন্ত্রণ জানাচ্ছিল।

একজন মার্কিন নারীসহ মোট ২১ জনকে আটকের কথা তিনি উল্লেখ করেন।
তবে আইএএম এক বিবৃতিতে ১৮ জনকে আটকের কথা জানিয়েছে।
এদিকে শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, সম্প্রতি আফগানিস্তানে একজন মার্কিন নাগরিকের আটক হওয়ার খবরের বিষয়ে তারা সচেতন রয়েছে।
তবে তারা এর চেয়ে বিস্তারিত আর কিছু বলতে পারেনি।

উল্লেখ্য, আইএএম ১৯৬৬ সাল থেকে আফগানিস্তানে কাজ করছে। তারা বিশেষভাবে চোখের যতœ নিয়ে কাজ করতো। পরে স্বাস্থ্য ও শিক্ষা নিয়েও কাজ শুরু করে।
এদিকে তালেবান ২০২১ সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর পশ্চিমাসহ বেশ কিছু সংখ্যক বিদেশীকে আটক করে। (বাসস ডেস্ক)