আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূতের মেয়াদ শেষ

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার সোমবার দেশে ফিরে আসার কথা রয়েছে। এদিকে মার্কিন তালেবান শান্তি আলোচনা অব্যাহত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ কথা জানান। খবর এএফপি’র।
জন ব্যাস ২০১৭ সাল থেকে কাবুলে দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন অভিজ্ঞ কূটনীতিক ছিলেন।
মুখপাত্র বলেন, ‘অনেক দিন ধরেই রাষ্ট্রদূত ব্যাসকে দেশে ফিরে আনার পরিকল্পনা করা হচ্ছিল। এটি তার পর্যায়ক্রমিক স্বাভাবিক দায়িত্ব পালনের অংশ ছিল। মার্কিন রাষ্ট্রদূতদের সাধারণত দুই বছরের জন্য কাবুলে দায়িত্ব পালন করতে হয়।
ডিসেম্বরের গোড়ার দিকে তাকে দেশে ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়।