আফগানিস্তানে মার্কিন সেনাদের হত্যায় রাশিয়ার সহায়তার অভিযোগ নাকচ করলেন ট্রাম্প

আফগানিস্তানে মার্কিন সেনা হত্যার জন্য রাশিয়া তালেবানদের অর্থ দিচ্ছে বলে প্রকাশিত রিপোর্ট বাতিল করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তিনি এই ইস্যু উত্থাপন করেননি।
টুইটারের এক্সিওস অ্যাপসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি কখনোই এ বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে আলাপ করিনি।”
গত বৃহস্পতিবার ট্রাম্প পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। এক্সিওস জানায়,ফেব্রুয়ারির শেষের দিক থেকে এ পর্যন্ত ৮ বার পুতিনের সঙ্গে ট্রাম্প কথা বলেছেন। এ সময় গোয়েন্দা রিপোর্টে তালেবানদের রাশিয়ান মদদের কথা উল্লেখ এবং বিষয়টি দৈনিক গোপন প্রেসিডেন্সিয়াল ব্রিফিংয়ে সংযুক্ত ছিল।
ট্রাম্প বলেন, তিনি কখনো এই রিপোর্ট পড়েননি, তবে মঙ্গলবার রেকর্ড করা সাক্ষাৎকারে তিনি এক্সিওসকে বলেন, তিনি তার দৈনিক ব্রিফিং পেপার পড়েন।
জুনের শেষ দিকে নিউইয়র্ক টাইমস এ নিয়ে রিপোর্ট প্রকাশের পর হোয়াইট হাউস বলেছে, প্রেসিডেন্ট কেবলমাত্র মৌখিকভাবে আমেরিকানদের হত্যায় উৎসাহিত করার চক্রান্তের প্রসঙ্গ তুলেছিলেন।
ট্রাম্প এক্সিওসকে বলেন, এই অভিযোগ“কখনো আমার ডেস্কে পৌঁছেনি” এবং মার্কিন গোয়েন্দারা “মনে করে না এটি সঠিক।”
নিউইয়র্ক টাইমসসহ মার্কিন মিডিয়ার রিপোর্টে মার্কিন সেনাদের হত্যার ১লাখ ডলারের স্কিমের কথা সঠিক দাবি করা হলেও বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে মতভেদ রয়েছে।
বুধবার হোয়াইট হাউসে ব্রিফিংয়ে ট্রাম্প বিষয়টি আরো লঘু করে বলেন, “ বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নেননি এবং মস্কোকে সন্দেহ করার কারণ সামান্যই।”