আফগানিস্তানে শিশুদের ভ্রাম্যমাণ লাইব্রেরি

‘চারমাগজ’ নামে শিশুদের জন্য প্রথম একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু করা হয়েছে আফগানিস্তানের কাবুলে। খবর এএফপি’র।

একটি গণপরিবহনকে লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। লাইব্রেরিটি কাবুলের ব্যস্ত রাস্তাগুলোতে ছুটে চলে।

এএফপি জানায়, ছাত্রছাত্রী ও পথশিশুরা এই লাইব্রেরিতে ঢুকে বই পড়তে পারে। এই লাইব্রেরি কয়েকটি এলাকার বাড়ির কাছে অবস্থান করে যেন শিশুরা সেখানে যেতে পারে।

প্রতিদিন প্রায় ৩শ শিশু এই লাইব্রেরিটি ব্যবহার করে বলে জানায় এএফপি।

আজকের বাজার/একেএ