আফগানিস্তানের রাজধানী কাবুলে শীর্ষ আলেমদের একটি সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স’র।
সোমবার (৪ জুন) পশ্চিম কাবুলের একটি আবাসিক এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে।
রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদের সমালোচনা করতে আলেমরা ওই সমাবেশে জড়ো হয়েছিলেন।
তবে কেউ এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।
আজকের বাজার/একেএ