আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে বিদেশি সৈন্য প্রত্যাহারের সময় ব্যাপক লড়াই শুরু করার পর তালেবান তাদের প্রথম আফগান প্রাদেশিক রাজধানী দখল করেছে। শুক্রবার সিনিয়র এক সরকারি কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।
নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, ‘আমি নিশ্চিত করছি যে নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।’