আফগানিস্তানে স্থানীয় নিউজ চ্যানেলে কর্মরত দুই সাংবাদিককে তালেবানরা আটক করেছে।
দ’ুজন নারী অ্যাক্টিভিস্ট নিখোঁজ হওয়ার দ’ুদিন পর ঘটনাটি ঘটে। মানবাধিকার গ্রুপসমূহ মঙ্গলবার এ কথা বলেছে।
সম্প্রতি গঠিত সাংবাদিকদের অধিকার আদায়ের গ্রুপ দ্য আফগান মিডিয়া এসোসিয়েশন বলেছে, আরিয়ানা টিভি রিপোর্টার ওয়ারিস হাসরাত ও আসলাম হিজাবকে সোমবার তালেবানরা অজ্ঞাত স্থানে তুলে নিয়ে গেছে।
তালেবানের কথা উল্লেখ না করে আরিয়ানা টিভির একজন কর্মকর্তা বলেছেন, দুপুরে খাবারের জন্য বাইরে গেলে অফিসের সামনে থেকে মুখোশপরা বন্দুকধারীরা তাদের তুলে নিয়ে যায়।
তিনি বলেন, তালেবান কর্মকর্তারা আমাদের ব্যাপক তদন্তের আশ্বাস দিয়েছেন।
এদিকে মানবাধিকার গ্রুপ অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল টুইটারে অবিলম্বে বিনাশর্তে এ দু’জন সাংবাদিকের মুুক্তি দাবি করেছে।
তালেবান মুখপাত্র জানিয়েছেন, তার কাছে সাংবাদিক নিঁেখাজের কোন তথ্য নেই।
অন্যদিকে এ ঘটনার কয়েকদিন আগে কাবুলে নারী অধিকার নিয়ে ডাকা সমাবেশে যোগ দেয়ার পর দু’জন নারী অ্যাক্টিভিস্ট নিখোঁজ হয়ে গেছে।
এদের সম্পর্কে তালেবান কিছু জানে না বলে দাবি করে বলেছে, ঘটনার তদন্ত চলছে।
উল্লেখ্য, গত বছরের আগস্টে ক্ষমতা নেয়া কট্টর ইসলামপন্থী তালেবান ভিন্নমতালম্বীদের ওপর দমনপীড়ন চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে কোন মিছিল -সমাবেশ তারা জোরপূর্বক পন্ড করে দিচ্ছে।