আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫১ জন। রোববারের সরকারি জোটের হামলায় আহত আরও ১৩ চরমপন্থি, আটক ছয়।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৯টি প্রদেশে গেলো ২৪ ঘণ্টা চালানো হয় জোরালো অভিযান। বিমান আর ট্যাংক থেকে এলাকাগুলোর ওপর কমপক্ষে ২৫ দফা ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র-বোমা।
মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, নিহতদের মধ্যে রয়েছে ৭ নারী ও শিশু। বেসামরিক হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তে ঘটনাস্থলে ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ পাঠিয়েছে বালখ্ প্রাদেশিক সরকার। শনিবার রাতেও, কুন্দুজের একটি তল্লাশি চৌকিতে তালেবান হামলায় ১০ নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়।
আজকের বাজার/লুৎফর রহমান