আফগানিস্তানে সেনা উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে তুরস্ককে তালেবানের হুশিয়ারি

মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার সময় দেশটিতে তুরস্কের সেনা উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে তালেবান গ্রুপ মঙ্গলবার আঙ্কারাকে হুশিয়ার করে দিয়েছে। তারা কঠোর ভাষায় বলেছে, তুরস্কের এমন সিদ্ধান্ত অনেক ‘নিন্দনীয়’। খবর এএফপি’র।
আগামী মাসে বিদেশি সৈন্যরা আফগানিস্তান থেকে চলে যাওয়ার সময় কাবুল বিমানবন্দর রক্ষায় তুরস্কের সৈন্য পাঠানোর প্রতিশ্রুতির কয়েকদিন পর তালেবান গ্রুপের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘আঙ্কারার এমন সিদ্ধান্ত অপরিণামদর্শী, আমাদের সার্বভৌমত্ব ও ভূখ-গত অখ-তার চরম লঙ্ঘন এবং আমাদের জাতীয় স্বার্থ বিরোধী।’