আফগানিস্তানে একটি স্থলমাইন বিস্ফোরণে অন্তত সাতজন শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও দুজন।
শনিবার (১১ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাদেশিক মুখপাত্র আরেফ নুরি বলেন, কাবুলে দক্ষিণে গজনী প্রদেশে শিশুরা খেলার সময় মাইনের ওপর পা রাখলে এই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, তালেবানই নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এই মাইন পুঁতে রেখেছিলো।
এখনও তালেবানের পক্ষ থেকে কোনও মন্তব্য আসেনি। নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে প্রায়ই সশস্ত্র গোষ্ঠীগুলো মাইন পুঁতে রাখে।
গজনী প্রাদেশিক পরিষদের সদস্য আমানুল্লাহ কামরানি বলেন, শিশুদের বয়স সাত থেকে ৯ বছরের ছিলো। তাদের চারজন একই পরিবারের ছিলো।
এর আগে গত মাসে এক মর্টার শেল বিস্ফোরণে সাত শিশু প্রায়ণ হারিয়েছিলো। তখনও খেলার সময় মর্টার শেলের বিস্ফোরণ ঘটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে আফগানিস্তানে সংঘাতে ৩ হাজার ৮০৪ জন বেসামরিক প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ৯০০ জনই শিশু।