আফগানিস্তানে উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে স্থল মাইন বিস্ফোরিত হয়ে ৯জন শিশু প্রাণ হারায়। শনিবার স্কুলের ছাত্ররা স্থল মাইনের সংস্পর্শে এলে এসব শিশুরা প্রাণ হারায়। মুখপাত্র খলিল আসির বলেন, উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে স্থল মাইনটি বিস্ফোরিত হলে ৯ থেকে ১২ বছর বয়সী এসব শিশুরা প্রাণ হারায়। মুখপাত্র আসির আরো জানান, তালিবানরা ওই এলাকাটি মাইন্ মুক্ত করতে উদ্যোগ নিয়েছিল, তবে দুৰ্ভাগ্যবশতঃ মাইনটি বিস্ফোরিত হলে প্রাইমারি স্কুলে যাওয়ার পথে এসব নিষ্পাপ শিশুদের মৃত্যু ঘটে। তাখার প্রদেশটি বর্তমানে তালিবানদের নিয়ন্ত্রণে।
শান্তির লক্ষ্যে তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও, সর্বশেষ এই সহিংসতায় এসব নিরাপরাধ শিশুদের জীবন দিতে হল।
আজকের বাজার/লুৎফর রহমান