আফগানিস্তানের পূর্বাঞ্চলে আত্মঘাতি হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এটি সর্বশেষ রক্তাক্ত হামলা।
জালালাবাদে বুধবার সকালে একটি বেসরকারি নির্মাণ কোম্পানীর ভবনে এ হামলা চালানো হয়। হামলা কয়েক ঘন্টা ধরে চলে এবং ভবনের কর্মকর্তা ও কর্মচারিরা হতাহত হয়। এ সময়ে অন্তত দুটো বড়ো ধরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আত্মঘাতি হামলা চালানোর দুটি ভেস্ট, একটি গাড়ি বোমা ও পুঁতে রাখা মাইন নিস্ক্রিয় করে।
নানগড়হার প্রদেশের রাজধানী জালালাবাদে চালানো এ হামলায় ১৬ জন নিহত হয়েছে বলে প্রাদেশিক মুখপাত্র আতাউল্লাহ খোগানি জানিয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় পাঁচ হামলাকারীর সকলেই প্রাণ হারিয়েছে।
হামলার দায় দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি। তবে এই অঞ্চলে ইসলামিক স্টেট ও তালেবানরা খুবই সক্রিয়।
দেশটিতে প্রায় ১৮ বছর ধরে চলা সংঘর্ষ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতারে যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে চলমান বৈঠকের মধ্যেই এ হামলা চালানো হলো। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ