আফগানিস্তানে শীর্ষ আমেরিকান কম্যান্ডার, সোমবার বলেছেন যে, সে দেশে আমেরিকান সেনাদের সংখ্যা গত বছরে ২ হাজার কমিয়ে আনা হয়েছে। তিনি অবশ্য জোর দিয়ে বলেন তাদের লক্ষ্য অর্জনে বাদবাকি সামরিক কর্মীরা সক্ষম।
জেনারেল অস্টিন স্কট মিলার যে তথ্য প্রকাশ করেছেন তাতে মনে হচ্ছে এখন সেখানে মোটামুটি ১২ হাজার সেনা আছে। সেখানে মোতায়েন সেনাদের কাজ হচ্ছে আল কায়দা এবং ইসলামিক স্টেট সহ সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই করা এবং তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে যে আফগান বাহিনী লড়ছে তাদের প্রশিক্ষণ দেওয়া, পরামর্শ দেওয়া এবং সহায়তা দেওয়া।খবর ভিওএ
সফররত প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সঙ্গে কাবুলে যৌথ সাংবাদিক সম্মেলনে মিলার বলেন, জনগন জানতেন না তবে গত বছর সেখান সেনাদের সংখ্যা ২ হাজার কমিয়ে আনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী, অঘোষিত সফরে রবিবার আফগান রাজধানীতে পৌছান। তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে বৈঠক করেন এবং আমেরিকান সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
আজকের বাজার/লুৎফর রহমান